পতনঊষার ইউনিয়নের বুক চিড়ে প্রবাহমান লাগাটা নদী। ইউনিয়নকে ২ ভাগে ভাগ করে পার্শ্ববর্তি কামারচাক ইউনিয়নে গিয়ে পগেছে। নয়নাভিরাম কেওলা বিলের মধ্য দিয়ে প্রবাহমান এ নদী অত্র ইউনিয়নের বৃহদাংশ চাষীদের শুষ্ক মওসুমে বোরো সহ অন্যান্য চাষাবাদে পানির যোগান দিয়ে থাকে। বর্ষা সহ সারা বছরই পানি থাকে নদীতে ফলে মৎস্যজীবিদের প্রচুর সাপোর্ট দিয়ে যাচ্ছে লাঘাটা নদী। বন্যার পানি নিষ্কাশনের ও অন্যতম মাধ্যম লাঘাটা নদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস