Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ২নং পতনঊষার ইউনিয়ন

পাঠান বীর খাজা উসমান খাঁ’র স্মৃতি বিজড়িত পতনঊষার ঊষার ইউনিয়ন কালের পরিক্রমায় আজ শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির ঊর্বর ভূমি। প্রাক যুগে নিষ্টুর জমিদার ঊষা রানী দেবীর করায়ত্বে ছিল পতনঊষার পরগণা। ঊষার রানীর অত্যাচার-নির্যাতন থেকে প্রজাদের উদ্ধারের জন্য এ অঞ্চলে আগমন ঘটেছিল পাঠান বীর খাজা উসমান খাঁ’র। তিনি সম্মুখ সমরে ঊষা দেবীকে পরাজিত ও হত্যা করে এ অঞ্চলকে ঊষা দেবীর হাত থেকে মুক্ত করেন। কথিত আছে “ঊষা দেবীর পতন” হয়েছিল এখানে তাই এই এলাকার নামকরণ হয়েছিল “পতনঊষার” । পতনঊষারের পূর্ব নাম কি ছিল এ লেখকের তা জানা নেই। ৪৪টি গ্রাম নিয়ে ২নং পতনঊষার ইউনিয়ন অবস্থিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

 নাম - ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ

 

 দায়িত্বরত চেয়ারম্যান- অলি আহমদ খান

 

 নবগঠিত পরিষদের বিবরণ:

                  শপথ গ্রহনের তারিখ- ১০/০২/২০২২ ইং

                  প্রথম সভার তারিখ- ১৩/০২/২০২২ ইং

 

ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান

: শহীদনগর বাজার, পতনঊষার।

ইউনিয়ন পরিষদ এর জমির পরিমান

: ৭ শতক।

মোট আয়তন

: ২৩.৫২বর্গ মাইল

আবাদী জমির পরিমান

:

অনাবাদী জমির পরিমান

:

লোক সংখ্যা মোট

: ৩৬৪৯৪ জন

ভূমিহীন পরিবার সংখ্যা

:

শিক্ষিতের হার

: ৭৫ শতাংশ প্রায়।

মৌজার সংখ্যা

১৪ টি

খানার সংখ্যা

:

হাট বাজার সংখ্যা

: ৩টি।

খোয়াড় সংখ্যা

: ৩টি।

প্রাথমিক বিদ্যালয়

: সরকারী- ১২টি, রেজি- ০২টি।

মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

: ০২টি।

মাদ্রাসা (এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল)

: ০৯টি।

মহাবিদ্যালয়

: ০২টি।

মসজিদ (জামে মসজিদ ও ওয়াক্তিয়া)

: ৩১টি।

মন্দির

: ০৪টি।

ব্রীজ/কালভাট (ইউ ড্রেন সহ)

: ৫৭টি।

ব্যাংক

: ০১টি।

পোস্ট অফিস

: ০২টি।

মাতৃ সদন কেন্দ্র

: ০১টি।

মোবাইল ফোন টাওয়ার

: ০২টি।

ফার্ম

: ০৫টি।

বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা

: ৪৩ জন।

প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা

: ৩৫ জন।

শিক্ষা প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা

: ১৩ জন।

মুক্তিযোদ্ধা ভাতা ভোগীর সংখ্যা

: ১৯ জন।

মাতৃত্ব কালীন ভাতা ভোগীর সংখ্যা

: ২১ জন।

ভি,জি,ডি কার্ড এর ভাতা ভোগীর সংখ্যা

: ১৩১ জন।

বিধবা ভাতা ভোগীর সংখ্যা

: ০৪ জন।

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে

: ৩১১৬ টি পরিবার।

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে না

: ৩১০ টি পরিবার।

স্বাস্থ্য সম্মত পায়খানা নাই

: ২১৩ টি পরিবার।

 

ত) গ্রাম সমূহের নাম:  

পতনঊষার

গুঞ্জরকান্দি

রসুলপুর

শ্রীসূর্য্য

টিলাগড়

রামেশ্বরপুর

পূর্ব শ্রীসূর্য্য

নোওয়াগাও

চন্দ্রপুর

ধুপাটিলা

মনসুরপুর

জগন্নাথপুর

পশ্চিম শ্রীসূর্য্য

ব্রাম্মনউষার

সোনারগাও

হালাবাদি

শ্রীমতপুর

দুর্গাপুর

উসমানগড়

অনন্তপুর

লক্ষীপুর

বৈদ্যনাথপুর

দক্ষিন পল্কী

বৃন্দাবনপুর

দরগাহপুর

শ্রীরামপুর

পালিতকোনা

গোবিন্দপুর

আফছলগতি

গোপীনগর

বৃন্দাবনপুর

রাধাগোবিন্দপুর

মিনারাই

কান্দিগাও

নিজ বৃন্দাবনপুর

বৈরাগীরচক

মহেশপুর

নওয়াগাও

নন্দগ্রাম

পেকুপাড়া

মীর্জাপুর

রশিদপুর

টিকরপাড়া

কবিরাজী

রামচন্দ্রপুর

 

থ) ইউনিয়ন পরিষদের জনবল:

   নির্বাচিত পরিষদ সদস্য-১৩জন

   ইউনিয়ন পরিষদ সচিব- ১জন

   ইউনিয়ন গ্রাম পুলিশ - ১০জন

 

 

(তথ্য-জাহাঙ্গীর)