Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ডিজিটাল সেন্টার

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা সহজে ও কম খরচে পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার চরকুকরি মুকরি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল সেন্টার কার্যক্রম চালু করেন।

সাফল্যের ধারাবাহিকতায়- 

  • ২০১৩ সালে দেশের সকল পৌরসভায় ‘পৌর ডিজিটাল সেন্টার’ (PDC) এবং ১১ টি সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ‘নগর ডিজিটাল সেন্টার’ (CDC) চালু করা হয়।
  • ২০১৮ সালে ৬টি ‘স্পেশালইজড ডিজিটাল সেন্টার’ (SDC) চালু করা হয়। যার মধ্যে গার্মেন্টস কর্মীদের জন্য গাজীপুরে ৫টি এবং মৎসজীবী শ্রমিকদের জন্য খুলনার রুপসায় ১টি।
  • ২০১৮ সালে সৌদিআরবে ৬টি 'এক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার' (EDC) স্থাপন করা হয়।
  • বর্তমানে সারাদেশে ডিজিটাল সেন্টারের সংখ্যা ৫৮৬৫টি (UDC-৪৫৭১ , PDC-৩২৮, CDC-৪৬৪, SDC-৬, UPDC-৪৯০, SDC-৬, EDC-৬)
  • সরকারী-বেসরকারী প্রদেয় সেবার সংখ্যা ১৫০ এর অধিক
  • মোট উদ্যোক্তা ১১ হাজারের অধিক
  • নারী উদ্যোক্তা ৫০০০+
  • মোট সেবা প্রদান করা হয়েছে ৪৬ কোটি
  • মোট টাকা উপার্জন (উদ্যোক্তাদের) হয়েছে ৩৯০.৬ কোটি  

 

ডিজিটাল সেন্টার- যোগাযোগ

ডিজিটাল সেন্টার কি? কিভাবে এ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে? নতুন সেন্টার নেওয়ার সুযোগ আছে কি? কিভাবে কি করতে হবে? উদ্যোক্তা কি? উদ্যোক্তার কাজ কি? এছাড়া ডিজিটাল সেন্টার/উদ্যোক্তা বিষয়ে কোন মতামত থাকলে যোগাযোগ করুন- কামাল হোসাইন সৈকত, ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ই-১৪/এক্স, আইসিটি টাওয়ার, আগারগাঁও, শেরে-বাংলানগর, ঢাকা-১২০৭, মোবাইল: ০১৯১৬৭৪২২১৯, ই-মেইল: kamal.shoykot@a2i.gov.bd

 

একসেবা উদ্যোক্তা 

উদ্যোক্তার জন্য এক ঠিকানায় সকল সেবা 'একসেবা উদ্যোক্তা' প্ল্যাটফর্ম। যাতে সকল সরকারি-বেসরকারি সেবাকে একটি প্ল্যাটফর্ম থেকে প্রদান ও উদ্যোক্তাদের মনিটরিং করা যায়। উদ্যোক্তাবৃন্দ এই প্ল্যাটফর্মে (www.uddokta.eksheba.gov.bd) গিয়ে উদ্যোক্তা নিবন্ধন ম্যানুতে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। নিজের মত সার্ভিস বাস্কেট তৈরীর জন্য নতুন সার্ভিস সংযুক্তির আবেদন করুন। প্রতিদিনের অফলাইন রিপোর্ট প্রতিদিন করতে হবে। রিপোর্ট আপলোড নিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করুন জনাব সারাহ আলম, (01999817046, sarah.alam@a2i.gov.bd) করুন।

 

একসেবার আইডি পাসওয়ার্ড

একসেবার উদ্যোক্তা রেজিস্ট্রেশন অপশন এ গিয়ে আবেদন সম্পন্ন করুন। ফিরতি মেইলে আইডি ভেরিফিকশনের মেইল দেয়া হবে। এই মেইলটি চেক করুন আপনার ইমেইল এর ইনবক্স ও স্প্যামবক্স এ। যদি সেখানে না পেয়ে থাকেন তাহলে একসেবা সাইটের যোগাযোগ নম্বরে কল (Burhan Uddin 01921656954) কিংবা ইমেইল (To: ekshebasupport@softbdltd.com  Cc: kamal.shoykot@a2i.gov.bd, buhridoy2015@gmail.com) করে জেনে নিন। লিংক http://uddokta.eksheba.gov.bd/support#contact

 

ডিজিটাল সেন্টার এ্যাপস

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য হাতের মুঠো হতে সেবা প্রদানের জন্য সকল সেবাকে একটি এ্যাপসের মাঝে নিয়ে আসা হয়েছে। এই এ্যাপসের মাধ্যমে উদ্যোক্তারা সকলে সকলের সাথে যোগাযোগের ব্যবস্থা করা করা হয়েছে। এ্যাপস লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.softbdltd.eksheba

 

এজেন্ট ব্যাংকিং

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এটুআই এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। ইতিমধ্যে ৩৮৫০+ ডিজিটাল সেন্টার হতে ৬টি ব্যাংকের অধীনে (ব্যাংক এশিয়া, মধুমতি, এনআরবি কমার্শিয়াল, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক) এজেন্ট ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। মূলত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে উদ্যোক্তারা ব্যাংকের পক্ষে গ্রাহকের একাউন্ট খোলার আবেদন সংগ্রহ, বিভিন্ন ধরণের আমানত সংগ্রহ, পল্লী বিদ্যুৎ বিল গ্রহণ, বিভিন্ন ফি আদায়, রেমিটেন্স সেবাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করতে পারছে। আর এর মাধ্যমে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি ডিজিটাল সেন্টারও টেকসই-শক্তিশালী হচ্ছে। এজেন্ট ব্যাংকিং সেবা চালুসহ এ বিষয়ক কোন জিজ্ঞাসা থাকলে কল ও ইমেইল করে জানতে পারেন- জনাব সুদীপ্ত শাহাদাত (01911166612; shahadat.hossain@a2i.gov.bd  মোজাম্মেল বাবু- 01736319899, mojammel.hossain989@gmail.com)  

 

একশপ

এক-শপ একটি ই-কমার্স মার্কেট প্লেস, যেখানে দেশের সকল ই-কমার্স কোম্পানি সংযুক্ত থাকবে এবং যেখানে পুরোপুরি ফোকাস হিসেবে ধরা হয়েছে ইউনিয়ন পর্যায়ের মানুষদের। এক-শপ দেশ ব্যাপী ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সহায়তা নিয়ে এসিস্টেড ই-কমার্সের মডেলের মাধ্যমে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদেরকে ই-কমার্সের লেনদেনে আওতা ভুক্ত করবে এবং তাদের পক্ষে কেনাবেচা করবে। এক-শপ এর মাধ্যমে একজন নকশিকাঁথা উৎপাদকের নকশিকাঁথা ন্যায্য মূল্যে দেশব্যাপি ও পরবর্তীতে বিশ্বব্যাপী বিক্রয় করতে পারবে এবং একই সাথে সেই নকশিকাঁথার উৎপাদক তার নকশিকাঁথা তৈরিতে প্রয়োজনীয় সুই, সুতাও এক-শপ থেকে ক্রয় করতে পারবে । এক-শপের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে দেশীয় পণ্যের চাহিদা মিটিয়ে বিভিন্ন পণ্য দেশের বাইরে রপ্তানি করব। এক-শপ বিষয়ক কোন জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন, জনাব শাহরিয়ার হাসান জিসান (01670933833, sahariar.hasan@a2i.gov.bd) (সিরাত হাসান- 01688149239, seeratahmed23@gmail.com) (সায়েলা কাদের- 01686072440 shaelaquader@gmail.com) একশপ ফেসবুক

  • ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1832240986808664/ 
  • একশপ লিংকঃ http://ekshop.gov.bd/

     

    চালান

    “পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জাতীয় পরিচয় পত্র, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস নিবন্ধন ও নবায়ন ফি এখন অনলাইনে” ই-চালানের মাধ্যমে প্রদান করা যাবে। ই-চালান ওয়েসাইট হতে নিন্মোক্ত সরকারি সেবাসমুহের ফি অনলাইনে জমা দিতে পারবেন।

    1. নতুন পাসপোর্টের আবেদন ফি
    2. পাসপোর্ট নবায়ন ফি
    3. হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয় পত্র প্রাপ্তি ফি 
    4. জাতীয় পরিচয়পত্র নবায়ন ফি 
    5. জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি
    6. তথ্য উপাত্ত সংশোধন ফি এবং
    7. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফি
    8. পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস নিবন্ধন ফি
    9. পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস নবায়ন ফি

    এছাড়া শিগ্রই সকল ধরণের নন-ট্যাক্স রেভিনিউ (NTR) সেবার ফি সরাসরি অনলাইনে জমা দেওয়া যাবে। এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারির লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

    লিঙ্কঃ http://echallan.gov.bd 


    রেজিস্ট্রেশনঃ প্রথমে আপনি ই-চালান ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য দিয়ে নিবন্ধন করুন। তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত সেবার নাম সিলেক্ট করে, যে ব্যক্তির জন্য সেবার ফি জমা দিবেন তার তথ্য দিয়ে চালান ফরম টি পূরণ করে পেমেন্ট করুন। ই-চালান ওয়েবসাইট হতে সোনালী ব্যাংকের প্রি-পেইড, সোনালি বাংক অ্যাকাউন্ট ট্র্যান্সফার, Q-Cash, VISA, Master Card, এবং Bkash ও Rocket মোবাইল বাংকিং এর মাধ্যমে ডিজিটাল সেন্টার থেকে আপনারা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সেবার ফি জমা দিতে পারবেন। অনলাইন ব্যাংকিং সুবিধা না থাকলেও আপনি অনলাইনে চালান ফরম ফিলআপ করে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখাতে টাকা জমা দিতে পারবেন। শিগ্রই আরোও নতুন নতুন সরকারি সেবাসমূহ যুক্ত হবে ই-চালান ওয়েবসাইটে। ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-চালান সম্পর্কে আপডেট থাকতে যুক্ত থাকুন-https://www.facebook.com/DFSA2i/


    - ই-চালান বিষয়ক যে কোন তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেনঃ জনাব মোঃ মাসুম বিল্লাহ, ন্যাশনাল কনসালট্যান্ট,   (01711181540, masum.billah@a2i.gov.bd এবং echallan.bd@gmail.com)

     

    বিটিসিএল ইন্টারনেট

    যেসকল ডিজিটাল সেন্টার বিটিসিএল কানেকশনের আওতায় আছেন তাদের কানেকশন বিষয়ক যেকোন সমস্যা হলে যোগাযোগ করুন জনাব সারাহ আলম ( 01999817046, sarah.alam@a2i.gov.bd) করুন।

     

    ডিজিটাল সেন্টার ফেসবুক গ্রুপ

    Digital Center, Bangladesh নামে ফেসবুকে উদ্যোক্তাদের জন্য এই গ্রুপটি আছে। বর্তমানে মেম্বার ৭ হাজার এর মত। এখনো মেম্বার না হয়ে থাকলে রিকোয়েস্ট পাঠান। এক্ষেত্রে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে যা অত্যাবশ্যক। এখানে মূলত ডিজিটাল সেন্টারের কার্যক্রম নিয়ে লিখা যাবে, ছবি-ভিডিও শেয়ার করা যাবে, সার্ভিস বিষয়ক আলাপসহ সার্বিক ডিজিটাল সেন্টার। লিংক https://www.facebook.com/groups/telecentrebd/?ref=group_header

     

    সেন্টার কিংবা উদ্যোক্তাশীপ নিয়ে সমস্যা

    ডিজিটাল সেন্টার নিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করবেন। তারপর জেলা প্রশাসন এবং এটুআইকে জানাবেন।

    • কল করুন- (০১৯১৬৭৪২২১৯, কামাল হোসাইন সৈকত, ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই)
    • ই-মেইল করুন (To: kamal.shoykot@a2i.gov.bd, Cc: ashraful.amin@a2i.gov.bd)

     

    সেবা বিষয়ে জানতে চাই

    সেবার নাম

    উদ্যোক্তার তথ্য

    হজ্জ রেজিস্ট্রেশন, ই-চালান

    আরিফুজ্জামান মুন; ০১৭২২৬৬৮১৯৪

    কারিগরি শিক্ষাবোর্ডের (BTEB) সনদ, বোর্ডের অনুমোদন, ছাত্র/ছাত্রী রেজিষ্ট্রেশন, পরীক্ষা এবং বিভিন্ন ট্রেড্রের সনদ 

    সৈয়দ এনায়েত করিম (টিটু); 01614353102

    ব্যাংক এশিয়া, গ্যাসবিল প্রদান, বিজনেস মার্কেটিং ও কমিউনিকেশন, কাস্টমার রিলেশেনশশিপ

    মো: আরিফুর রহমান; ০১৮৪২৯৩৪৪৩৯

     

    এমআরপি পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ইন্ডিয়ান ভিসা

    মোজাম্মেল হক বদরুল; ০১৭৫৭৩১২১১১

    বিআরটিএ-র সেবা, ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র গোলাম কিবরিয়া রনি ০১৭১৬২৮৩৫২৯  

    ইউডিসিতে ব্যবহৃত যান্ত্রিক (লেমেনেটিং, স্ক্যানার, ক্যামেরা, প্রিন্টার, প্রজেক্টর, লেপ্টপ, ডেক্সসপ সহ, ইত্যাদি) সমস্যা

    খোরশেদুজ্জামান (সুমন) ০১৭২২২০৬৫৪৩, ০১৮২২২০৬৫৪৩, জহির রায়হান, ০১৭৩৭১৯৪০৪৮ 

    ইউনিয়ন তথ্য বাতায়ন আপডেট ও নেটসংক্রান্ত সমস্যা

    মাহাবুবুর রহমান কামারজানি; ০১৭৪৬২১০৫২৩,

    আমিনুর মিয়া, ০১৭৯৯৮৭১১৮৭, ০১৮৪৫৪৮৭৩৮৮

    সোনালী প্রি-পেইডকার্ড;

    মনোয়ার হোসেন; ০১৮১২৯৬৭০৮০

    চাকুরি সহ বিভিন্ন ধরণের অনলাইন আবেদন

    সাকিব হোসেন; ০১৮৩২৯৩৭৩৩৬

    বিভিন্ন ধরণের সনদ

    জাহাঙ্গীর হোসেন; ০১৭৪৪৫১৭০৫৫

    ভিসা প্রসেস, জমির পর্চা

    আজিজুল হাকিম; ০১৮৩০৩০৭২৯৮

    বাস, রেল টিকেটিং

    আতিক ইসলাম; 01716020373,

    আব্দুল কাদের; ০১৭১৩৯৯১৬৩৬

    এয়ার টিকেটিং

    সুরমান আলী সুমন; 01712354560

    রাজীব চৌধুরী; 01819396978

    মেডিকেল ভিসা, একশপ

    আব্দুল কাদের; ০১৭১৩৯৯১৬৩৬

    ভিডিও এডিটিং, এজেন্ট ব্যাংকিং

    আব্দুল মান্নান; ০১৭১১৫১১৪৯৮

    আউট সোর্সিং

    সঞ্জীব সাহা; 01717921827

    মোঃ আলমগীর হোসেন; 01712215110

    ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) সার্বিক

    এসএম আরিফুজ্জামান; ০১৭১৩২৫৫১৪২

    আরিফুজ্জামান মুন; ০১৭২২৬৬৮১৯৪

    সৈয়দ এনায়েত করিম (টিটু); 01614353102

    পৌর ডিজিটাল সেন্টার (PDC) সার্বিক

    শিউলি আক্তার; 01686676875,

    ইকবাল হোসেন; 01553090000

    নগর ডিজিটাল সেন্টার (CDC) সার্বিক

    আতিক ইসলাম; 01716020373,

    ইব্রাহিম খলিল; 01670926633

    স্পেশালইজড ডিজিটাল সেন্টার (SDC) সার্বিক

    আব্দুল কাদের আল মামুন; 01630202927

    উপজেলা ডিজিটাল সেন্টার সার্বিক

    মোহাম্মাদ রবিন ইসলাম; 01734828132

    এজেন্ট ব্যাংকিং

    ফুরকান উদ্দীন; 01766385149 (ব্যাংক এশিয়া)

    মোঃ আবু জাফর; 01711730154 (মধুমতি ব্যাংক)

    মোঃ নাজমুল হক; 01821266643 (এনআরবিসি)

    ইব্রাহিম খলিল; 01670926633 (সিটি ব্যাংক)

    মোঃ আহসান হাবিব; 01710602314 (প্রিমিয়ার ব্যাংক)

    আলআমিন; 01836819336 (এনআরবি কমার্শিয়াল)

    ই-চালান

    মোঃ শাহীনুর ইসলাম; 01722254980

    একশপ, টপআপ

    মুহাম্মদ কামরুল হাসান; 01760890040

    রবি সেবা

    মুহাম্মদ ইসমাঈল; 01712240088

    আগ্রহী উদ্যোক্তাগণ কমেন্টে নাম জানান যারা যে সেবা বিষয়ে অন্যদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

    বিঃদ্রঃ উপরোক্ত বিষয়সহ আর কোন বিষয়ের সংক্ষিপ্ত ব্রিফ চাইলে কমেন্টে/ইমেইলে/কল দিয়ে জানাতে পারেন।

     

    এটুআই কর্তৃপক্ষের এর সাথে যোগাযোগ 

    ডিজিটাল সেন্টার সার্বিক  

    কামাল হোসাইন সৈকত, ন্যাশনাল কনসালটেন্ট, ০১৯১৬৭৪২২১৯, kamal.shoykot@a2i.gov.bd 

    একসেবার রিপোর্ট আপলোড, সেবা বিষয়ক ও বিটিসিএল ইন্টারনেট

    সারাহ্‌ আলম, ন্যাশনাল কনসালটেন্ট, 01999817046, sarah.alam@a2i.gov.bd

    উদ্যোক্তা নিবন্ধন

    বুরহান উদ্দীন, ইয়ং প্রফেশনাল, 01921656954, buhridoy2015@gmail.com

    আর্থিক অন্তর্ভূক্তিকরণ সেবা

    (এজেন্ট ব্যাংকিং, একপে, মোবাইল ব্যাংকিং সার্ভিসেস, ভাতাপ্রদান)

    জনাব সুদীপ্ত শাহাদাত, ন্যাশনাল কনসালটেন্ট, 01911166612; shahadat.hossain@a2i.gov.bd 

    মোজাম্মেল বাবু, ইয়ং প্রফেশনাল, এটুআই- 01736319899, mojammel.hossain989@gmail.com

    ই-চালান

    মাসুম বিল্লাহ, ন্যাশনাল কনসালট্যান্ট, 01711181540, masum.billah@a2i.gov.bd

    এবং echallan.bd@gmail.com

    একশপ

    সায়েলা কাদের, ইয়ং প্রফেশনাল, 01686072440, shaelaquader@gmail.com

    রবি সেবা, ৩৩৩

    ইকবাল হোছাইন সোহেল, ন্যাশনাল কনসালটেন্ট, 01677004082, iqbal.hossain@a2i.gov.bd

     

    ধন্যবাদ