Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

পতনঊষার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের চা-কন্যা খ্যাত মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।

উত্তর পশ্চিমে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এবং উত্তর পূর্বে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত। কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে পতনঊষার ইউনিয়নের দূরত্ব ১২ কিলোমিটার।

পতনঊষারএর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে

  • কেওলার হাওর (প্রকৃতিক সৌন্দর্য্য মন্ডিত কেওলার হাওর)
  • উসমানগড় (পাঠান বীর খাজা উসমান খান লোহানীর স্মৃতি বিজড়িত তারই প্রতিষ্টিত সেনানিবাস)
  • লাঘাটা নদী (পতনঊষার বুক চিড়ে একেঁ বেঁকে বয়ে চলা পাহাড়ি নদী লাঘাটা। চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এ নদী খনন করে নদীর পাড় তৈরী করায় নদীটি এখন অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে।