Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিটাক ও এটুআই-এর যৌথ উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রম।
বিস্তারিত

বিটাক ও এটুআই-এর যৌথ উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রম।

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরন ও মাথাপিছু রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’। ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১’ ও ‘জাতীয় যুব নীতিমালা ২০১৭’ এর আলোকে এটুআই প্রোগ্রামের তরফ থেকে নানাবিধ দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  এর মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর অন্যতম।

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাথে গত ২৪ এপ্রিল ২০১৮ এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এটুআই প্রোগ্রাম ও বিটাক যৌথভাবে মহিলাদের জন্য ৩মাস ব্যাপী ৯টি ট্রেডে এবং পুরুষদের জন্য ২মাস ব্যাপী ৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। বিটাকের ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া কেন্দ্রে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। মেয়েদের প্রশিক্ষণ শুধুমাত্র ঢাকা কেন্দ্রে প্রদান করা হয়। এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।  প্রশিক্ষন প্রদানের পর নিশ্চিত চাকুরীর ব্যবস্থা থাকছে।

প্রশিক্ষনের বিষয়বস্তু :-
০১. লাইট মেশিনারিজ (মহিলা) ৩ মাস
০২. ইলেকট্রনিক্স (মহিলা) ৩ মাস
০৩. ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স (মহিলা) ৩ মাস
০৪. অটোক্যাড (মহিলা) ৩ মাস
০৫. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং (মহিলা) ৩ মাস
০৬. হাউজ হোল্ড এ্যাপ্লায়েন্স (মহিলা) ৩ মাস
০৭. কার্পেন্ট্রি (মহিলা) ৩ মাস
০৮. প্লাষ্টিক প্রসেসিং (জেনারেল) (মহিলা) ৩ মাস
০৯. প্লাষ্টিক প্রসেসিং (কাষ্টমাইজড্) (মহিলা) ৩ মাস
১০. ওয়েল্ডিং (পুরুষ) ২ মাস
১১. ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স (পুরুষ) ২ মাস
১২. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং (পুরুষ) ২ মাস

  • প্রশিক্ষণের সুযোগ-সুবিধাসমূহঃ
  • প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা ইত্যাদি
    সরকার কর্তৃক বহন করা হবে।
  • আবাসনের সম্পূর্ণ সুযোগ রয়েছে। আবাসনের ব্যবস্থা গ্রহণ সকলের জন্য
    বাধ্যতামূলক।
  • প্রশিক্ষণ শেষে (শেষ সপ্তাহে জব ফেয়ারের মাধ্যমে) বিভিন্ন শিল্প করাখানায়
    চাকুরীর ব্যবস্থা করা হবে।
  • যাদের বয়স ১৮ হতে ৩০ বছর।

বি:দ্র: রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই প্রযোজনীয় কাগজপত্র যেমন-যেকোন পরীক্ষা পাশের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড / জন্ম নিবন্ধন, ছবি ইত্যাদি সাথে আনতে হবে।

অনলাইনে আবেদন করতে হবে।

যোগাযোগ :

মানোয়ার হোসাইন জাহাঙ্গীর

উদ্যোক্তা

ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পতনঊষার

পতনঊষার, কমলগঞ্জ, মৌলভীবাজার।

01718251798

jrbangali@yahoo.com

patanusharup.moulvibazar.gov.bd


 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
02/11/2018
আর্কাইভ তারিখ
31/01/2019