Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পতনঊষার ইউনিয়ন
বিস্তারিত

পাঠান বীর খাজা উসমান খাঁ’র স্মৃতি বিজড়িত পতনঊষার ঊষার ইউনিয়ন কালের পরিক্রমায় আজ শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির ঊর্বর ভূমি। প্রাক যুগে নিষ্টুর জমিদার ঊষা রানী দেবীর করায়ত্বে ছিল পতনঊষার পরগণা। ঊষার রানীর অত্যাচার-নির্যাতন থেকে প্রজাদের উদ্ধারের জন্য এ অঞ্চলে আগমন ঘটেছিল পাঠান বীর খাজা উসমান খাঁ’র। তিনি সম্মুখ সমরে ঊষা দেবীকে পরাজিত ও হত্যা করে এ অঞ্চলকে ঊষা দেবীর হাত থেকে মুক্ত করেন। কথিত আছে “ঊষা দেবীর পতন” হয়েছিল এখানে তাই এই এলাকার নামকরণ হয়েছিল “পতনঊষার” । পতনঊষারের পূর্ব নাম কি ছিল এ লেখকের তা জানা নেই। ৪৪টি গ্রাম নিয়ে ২নং পতনঊষার ইউনিয়ন অবস্থিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।